1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
২কোম্পানির ৩ পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৩৫ এএম

২কোম্পানির ৩ পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির আর্গন ডেনিমস ও ইভেন্স টেক্সটাইল লিমিটেডের তিন পরিচালক তাদের সন্তানদের উপহার হিসাবে কোম্পানির শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আর্গন ডেনিমস কোম্পানিটির পরিচালক শবনম শেহনাজ ১৫ লাখ ১১ হাজার ৫৯১টি শেয়ার ও আনোয়ার-উল আজম ১০ লাখ ১১ হাজার ৫৫৬টি শেয়ার তাদের মেয়ে সানজনা শেহনাজের কাছে হস্তান্তর করেছেন।

এছাড়া, কোম্পানির আরেক পরিচালক আবু কাউসার মজুমদার তার ছেলে ফারহান মজুমদারকে ২৭ লাখ ৩১ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। এর আগে ১০ এপ্রিল শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন তারা।

অন্যদিকে ইভেন্স টেক্সটাইল কোম্পানিটির পরিচালক শবনম শেহনাজ ও আনোয়ার-উল আজম ১৮ লাখ ৩৭ হাজার ৪৪০টি করে মোট ৩৬ লাখ ৭৪ হাজার ৮৮০টি শেয়ার তাদের মেয়ে সানজনা শেহনাজের কাছে হস্তান্তর করেছেন।

এছাড়া, কোম্পানিটির আরেক পরিচালক আবু কাউসার মজুমদার তার ছেলে ফারহান মজুমদারকে ৩৬ লাখ ৭৫ হাজার শেয়ার উপহার হিসাবে হস্তান্তর করেছেন। এর আগে ১০ এপ্রিল শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন তারা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ