প্যারামাউন্ট সোলার লিমিটেডের ২ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৯৯৯টি শেয়ার কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। ১০ টাকা দরে এই শেয়ার কিনবে কোম্পানিটি। অর্থাৎ মোট ২৮ কোটি ৯৯ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নতুন এই বিনিয়োগের পর প্যারামাউন্ট সোলার লিমিটেড কোম্পানিতে প্যারামাউন্ট টেক্সটাইলের মোট শেয়ারধারীদের পরিমাণ বেড়ে দাঁড়াবে ২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯টি। তাতে এই সৌরবিদ্যুৎ কোম্পানিটির ৯৯ দশমিক ৯৯ শতাংশ মালিকানা যাবে প্যারামাউন্ট টেক্সটাইলের হাতে।
এদিকে গেলো জানুয়ারি মাসে আরেক সোলার পাওয়ার প্লান্ট ডায়নামিক সানের পাবনার ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্টের প্রতিটি শেয়ার ৮ টাকা ৭০ পয়সা করে মোট ১৩ লাখ ৯১ হাজার ৮০৭টি শেয়ার কেনার ঘোষণা দেয় প্যারামাউন্ট টেক্সটাইল। যার মোট মূল্য ১ কোটি ২১ লাখ ৮ হাজার ৭২১ টাকা।