বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টে ৭১ কোটি টাকা অনুদান দিয়েছে আট ব্যাংক।
ব্যাংকগুলোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই অনুদানের চেক তুলে দেন ব্যাংকগুলোর উদ্যোক্তা-মালিকরা ও প্রধান নির্বাহীরা।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাশাপাশি বিশ্বের নানা দেশের রাষ্ট্রনায়করা থাকবেন বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকেও জানানো হয়েছে।
তার আগে ১০ জানুয়ারি বিকাল ৫টা থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনক্ষণ গণণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে ১০ কোটি টাকা অনুদানের চেক প্রদান করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড। ব্যাংকটির পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও নুরুল ইসলাম চৌধুরী। প্রধানমন্ত্রীর হাতে চেক প্রদান করেন।
সিটি ব্যাংক
সিটি ব্যাংকও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ১০ কোটি টাকার অনুদান দিয়েছে। সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রধানমন্ত্রীর শেখ হাতে চেকটি হস্তান্তর করেন।
ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকও ১০ কোটি টাকা দিয়েছে। চেয়ারম্যান নাজমুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম প্রধানমন্ত্রীর হাতে চেক তুলে দেন।
আইএফআইসি
আইএফআইসি ব্যাংকের পরিচালক জালাল আহমেদ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে জন্য প্রধানমন্ত্রীর হাতে ১০ কোটি টাকা প্রদান করেন।
প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংকের পরিচালক মো: নাদের খান ১০ কোটি টাকার চেক দেন প্রধানমন্ত্রীর হাতে।
ইস্টার্ন ব্যাংক
দেশব্যাপী ‘মুজিববর্ষ’ উদযাপনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০ কোটি টাকার চেক তুলে দেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) চেয়ারম্যান শওকত আলী চৌধুরী।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০ কোটি টাকা চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু এবং ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ১ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।
শেয়ারবার্তা / মিলন