1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৫:০৫ পিএম

বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিনিয়োগকারীরাও।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ) এর নেতৃত্বে বিএসইসি ভবনের সামনে বিনিয়োগকারীরা বিক্ষোভ করে। এর আগেরদিন বুধবারও বিনিয়োগকারীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিসিএমআইএ’র সমন্বয়ক নুরুল ইসলাম মানিক বলেন, “আমরা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিয়ে মাঠে নেমেছি। বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা যে দাবিতে লড়ছেন, আমরাও সেই একই দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করছি।”

বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন, বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ অযোগ্য এবং তার শেয়ারবাজার পরিচালনা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই। তাদের মতে, শেয়ারবাজারের স্বার্থে তার পদত্যাগ হওয়া জরুরি।

এদিকে, বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বুধবারের সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় যে, বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আজ থেকে কর্মবিরতি পালন করবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিএসইসির চেয়ারম্যান বা কমিশনাররা অফিসে আসেননি। কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়ে অফিসে এসেছেন। তারা কোনো কাজ করছেন না এবং অফিসে কোনো চিঠিপত্রও আদান-প্রদান হচ্ছে না। তারা শুধুমাত্র আলোচনা, ঘোরাঘুরি এবং গল্প-আড্ডায় সময় পার করছেন। বুধবার লাঠিপেটায় আহতদের চিকিৎসার বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহাবুবুল আলম জানিয়েছেন, “আমাদের দাবি অনুযায়ী, বুধবারের মধ্যে কমিশন পদত্যাগ না করায় বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন শুরু করেছি। আমাদের কর্মবিরতি তখন পর্যন্ত চলবে যতক্ষণ না বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করেন।”

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ