1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এস আলম পরিবারের ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৪৩ এএম

এস আলম পরিবারের ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের ১১ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ মার্চ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- বেলাল আহমেদ, ফসিহল আলম, সাজেদা বেগম, মাহমুদুল আলম, মো. মোস্তান বিল্লাহ আদিল, আতিকুর জেনি, লুৎফুন নাহার, আলহাজ চেমন আরা বেগম, মায়মুনা খানম, বদরুননেসা আলম ও শারমিন ফাতেমা।

দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, এস আলম গ্রুপের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। এই সময়ে অভিযুক্তরা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন, যা তদন্তের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

এর আগে, গত ৩০ জানুয়ারি এস আলম পরিবারের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার ১৭৫ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়। ১৪ জানুয়ারি একই আদালত তাদের ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেয়। এছাড়া ১৬ জানুয়ারি এস আলম পরিবারের ২৪টি কোম্পানির ৩২ কোটি ১০ লাখ ১৯ হাজার ৪৭৮টি শেয়ার জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৩ হাজার ৫৬৩ কোটি টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ