দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (২ মার্চ) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। আজ কোম্পানিটির ২০ কোটি ৭০ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার।
১০ কোটি ৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রংপুর ডেইরী ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিক , লাভেলো , কেডিএস এক্সেসরিস্, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, ফু-ওয়াং ফুডস , খান ব্রাদাস্ এবং ওআইমেক্ম ইলেকট্রোডস ।