আসন্ন পবিত্র রমজান মাসে লেনদেনের নতুন সময়সূচি জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রোজার মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।
বর্তমানে ডিএসইতে সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। সেই হিসাবে রোজার সময় পুঁজিবাজারে ৪০ মিনিট কম লেনদেন হবে। বুধবার ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোজায় পুঁজিবাজারে লেনদেনের সময় সূচির বিষয়ে ডিএসইর বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।
‘পোস্ট ক্লোজিং’ সেশনের বিনিয়োগকারীদের লেনদেনের জন্য অতিরিক্ত সময়। এই ১০ মিনিটে নতুন দাম প্রস্তাব করে শেয়ার কেনা যায় না। তবে দিনের ক্লোজিং বা সর্বশেষ যে দরে লেনদেন হয়েছে, সেই দরে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট বেচাকেনা করতে পারেন।
এছাড়াও, রমজান মাসে ডিএসইর অফিস সময় নির্ধারণ করা হয়েছে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।