সপ্তাহের ব্যবধানে (০২-০৬ ফেব্রুয়ারি) শেয়ারবাজারের ১৫ খাতের শেয়ারে বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছেন। এরমধ্যে পাঁচ খাতের শেয়ারে তারা সর্বোচ্চ মুনাফা পেয়েছেন।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যায়লোচনায় দেখা যায়, আলোচ্য সপ্তাহে রিটার্নে দর বেড়েছে ১৫ খাতের শেয়ার। এসব খাতে বিনিয়োগকারীরা ৪.৯০ শতাংশ থেকে ০.৬০ শতাংশ মুনাফা পেয়েছেন। এরমধ্যে ৩ শতাংশের বেশি মুনাফা পেয়েছেন ৫ খাতের শেয়ারে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন আর্থিক খাতের বিনিয়োগকারীরা। এখাতের শেয়ারে বিদায়ী সপ্তাহে গড় দর বেড়েছে ৪.৯০ শতাংশ।
এরপর ৪.৭০ শতাংশ দর বৃদ্ধি নিয়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেবা ও আবাসন খাত।
আলোচ্য সপ্তাহে ৩.৯০ শতাংশ দর বৃদ্ধি নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান লাইফ ইন্স্যুরেন্স খাত।
সাপ্তাহিক রিটার্নে অন্য ১৪ খাতের মধ্যে- সিরামিক খাতে ৩.৬০ শতাংশ, বস্ত্র খাতে ৩.০০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০২ শতাংশ, ব্যাংক খাতে ১.৩০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৩০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৮০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৮০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৮০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৮০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৮০ শতাংশ এবং কাগজ ও প্রকাশনা খাতে ০.৬০ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা।