দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি) সাপ্তাহিক লেনদেনে শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮০ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৭ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীন ফোন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৯ শতাংশ।
সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ১.৯৯ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ৪১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৪১ কোটি ৪৪ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৪১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩৯ কোটি ৪৫ লাখ টাকা, অগ্নী সিস্টেমসের ৩৯ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৩৭ কোটি ৭৩ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।