সূচক নির্ধারণের পদ্ধতি অনুসারে, ডিএসইর সূচক কমিটি ডিএসই বাংলাদেশ ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) এর বার্ষিক পুনর্বিন্যাস সম্পন্ন করেছে, যা ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এদিকে, ডিএসই তাদের ব্লু চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ থেকে ৯টি প্রতিষ্ঠান বাদ পড়েছে এবং যুক্ত হয়েছে নতুন করে ৯ টি প্রতিষ্ঠান।
ডিএস-৩০ থেকে বাদ পড়া ৯ টি কোম্পানি হলো :
তবে অর্ধবার্ষিক পুনর্বিন্যাসের সময় ৯টি কোম্পানিকে ডিএস৩০ সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আরও ৯টি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে।
বাদ পড়া কোম্পানিগুলো হচ্ছে — হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, সী পার্ল, প্যারামাউন্ট টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, লিন্ডে বাংলাদেশ, সামিট পাওয়ার, বেক্সিমকো ও ইসলামী ব্যাংক।
ডিএস-৩০তে নতুন যুক্ত হওয়া ৯ টি কোম্পানি হলো:
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, কোহিনূর কেমিক্যালস কোম্পানি, খান ব্রাদার্স পিপি উভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এমজেএল বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, পদ্মা অয়েল, আইডিএলসি ফাইন্যান্স এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ডিএসইএক্স-এ ১৩টি ব্যাংকসহ ৮৭টি নতুন কোম্পানি অন্তর্ভুক্ত করা হয়েছে, অন্যদিকে এই সূচকের তালিকা থেকে বাদ পড়েছে ১৪টি কোম্পানি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ডিএসইএক্স- এ যুক্ত হয়েছে ১৩ ব্যাংকসহ ৮৭টি কোম্পানি, অন্যদিকে সূচকের তালিকা থেকে বাদ পড়েছে ১৪টি কোম্পানি। নতুন কোম্পনিগুলো যোগ হওয়ার ফলে এই সূচকের অধীন কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ৩২৬টিতে।