1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে রিং শাইন টেক্সটাইলের নয়া রেকর্ড!
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০৮ পিএম

পুঁজিবাজারে রিং শাইন টেক্সটাইলের নয়া রেকর্ড!

  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
Ring-Shine

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইলের শেয়ার মূল্য মাত্র ১৫ কার্যদিবসেই অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) নিচে নেমে এসেছে। এটি পুঁজিবাজারে একটি নতুন রেকর্ড। এর আগে অন্য কোন কোম্পানির শেয়ার এত অল্প সময়ের মধ্যে ফেস ভ্যালুর নিচে নেমে যেতে দেখা যায়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্রে প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি গত ১২ ডিসেম্বর থেকে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু করে। প্রথম দিন ১৫ টাকা দিয়ে লেনদেন শুরু করে দিন শেষে নতুন নিয়মে সার্কিট ব্রেকার অনুযায়ী ৫০ শতাংশ বা ৫ টাকাই বেড়ে ১৫ টাকাতে থাকে। এর পরের দিন থেকেই কমতে থাকে কোম্পানির শেয়ার দর। মাঝে সামান্য বাড়লেও শেষ পর্যন্ত পতন ঠেকানো যায়নি শেয়ারটির।

আজ সোবমার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার মূল্য অবস্থান করছে মাত্র ৯ টাকা ৬০ পয়সায়। এরআগে সকালে কোম্পানিটি লেনদেন শুরু করে ১০ টাকা ২০ পয়সায়। দিন শেষে শেয়ারটির দর ৬০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ কমে যায়। আজ কোম্পানিটির মোট ৫১ লাখ ৩ হাজার ১৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১০ লাখ ৩৪ হাজার টাকা।

এর আগে লেনদেন শুরু পূর্ব থেকেই কোম্পানির বিভিন্ন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হতে থাকে। কোম্পানিটি লেনদেন শুরুর আগে শেয়ারহোল্ডারদের জন্য বোনাস লভ্যাংশ ঘোষণা করে। লভ্যাংশ ঘোষনার আইন অনুযায়ী কোম্পানির প্রথম লেনদেনে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। কিন্তু তার আগেই বিএসইসি লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার নির্ধারণ করে দেয়। আর এ আইনি জটিলতার কারণেই কোম্পানির লেনদেন দেরি করে শুরু করা হয়।

অপরদিকে কোম্পানিটি আইপিও এর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে এক ব্যাংকের ঋণ শোধ করলেই অপর এক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে। কোম্পানির পরিকল্পনা অনুযায়ী প্রসপেক্টাসে ঢাকা ব্যাংক এবং উরি ব্যাংকের ‍ঋণ পরিশোধের কথা উল্লেখ আছে। কিন্তু কোম্পানিটি নিদৃষ্ট সময়ে উরি ব্যাংকের ঋণ পরিশোধ করেছে। অন্যদিকে কোম্পানিটি প্রিমিয়ার ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এখন কোম্পানিটি উরি ব্যাংকের পরিবর্তে প্রিমিয়ার ব্যাংকের ২২ কোটি টাকা পরিশোধ করবে।

এদিকে কোম্পানিটি লেনদেনের ৫ কার্যদিবসের সময় তাদের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি ৪৪০ কোটি টাকা থেকে ৫৪০ কোটি টাকায় অনুমোদিত মূলধন বাড়াবে। এবং রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি রিং শাইনের অনুমেদিত মূলধন বাড়ানোর বিয়টি অনুমোদন করেছে।

উল্লেখ্য, কোম্পানিটি গত বছর ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বাজার থেকে কোম্পানিটি মোট ১৫০ কোটি উত্তোলন করে। কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৪৩৫ কোটি টাকা। এছাড়া কোম্পানির মোট শেয়ার রয়েছে ৪৩ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৮২০টি।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ