শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের গত কয়েক বছর ধরে বড় ধরনের লোকসান হচ্ছে, যা কোম্পানিটির পরিশোধিত মূলধনের তুলনায় কয়েকগুণ বেশি।
সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির লোকসান দাঁড়িয়েছে পরিশোধিত মূলধনের ৬ গুণেরও বেশি এবং নিট দায়ের পরিমাণ ৫৮ গুণ ছাড়িয়েছে। এর মধ্যে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৪ টাকা ৪৫ পয়সা, যার কারণে নিট লোকসান দাঁড়িয়েছে ১০ কোটি ৯৬ লাখ টাকা।
২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৩ টাকা ৭৮ পয়সা, মোট লোকসান ১৪ কোটি ২৪ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৪ টাকা ৮৪ পয়সা, মোট ৭ কোটি ৬২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কোম্পানির বর্তমান ব্যবসা নাজুক অবস্থায় রয়েছে। ৩০ জুন পর্যন্ত, কোম্পানির ঋণাত্মক সম্পদের পরিমাণ ছিল নেগেটিভ ৫৮৭ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ কোম্পানিটির সম্পদের চেয়ে দায় বেশি ৯৯ কোটি ৯৪ লাখ টাকা।
এছাড়া, কোম্পানির বিরুদ্ধে শ্রমিক জটিলতা, পাওনাদারদের অর্থ পরিশোধে অক্ষমতা, নতুন পণ্য উন্নয়নে অর্থায়নে দুর্বলতা, উৎপাদনে বিঘ্ন, ঋণের শর্তে অক্ষমতা এবং পরিচালনার সমস্যার মুখোমুখি হচ্ছে। জনতা ব্যাংক ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি উক্ত কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে।
এ অবস্থার মধ্যেও, গত শনিবার (০৪ জানুয়ারি) জুট স্পিনার্সের শেয়ার দর ছিল ২৪২.৯০ টাকা, এবং এখানে অঙ্গীভূত বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ ২৩.২০ শতাংশ। কোম্পানিটির ভবিষ্যৎ সম্পর্কে নিরীক্ষকরা খুবই সন্দিহান, কারণ ব্যবসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নিয়ে প্রশ্ন রয়েছে।