1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সর্বোচ্চ দরে বিক্রি এডিএন টেলিকমের শেয়ার
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

সর্বোচ্চ দরে বিক্রি এডিএন টেলিকমের শেয়ার

  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
ADN Telecom

পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আইটি খাতের এডিএন টেলিকম লিমিটেডের শেয়ার আজ দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে। ২৭ টাকা ইস্যু মূল্যের এই শেয়ারটির আজ সর্বোচ্চ ৪০ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ার (৫০ শতাংশ) সার্কিট ব্রেকার দেওয়া ছিল। সকাল থেকে কোম্পানিটির শেয়ার দর ৪০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করার পাশাপাশি কোম্পানিটির শেয়ার এক পর্যায় বিক্রেতা সংকেট হল্টেড হয়ে যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এডিএন টেলিকমের আজ মোট ৪০ লাখ ৯৮ হাজার ৪৭০টি শেয়ার ৪ হাজার ৯২৬ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার টাকা। আইপিও’র নতুন নিয়ম অনুযায়ী, আগামীকাল কোম্পানির শেয়ার দর বাড়া-কমার সার্কিট ব্রেকার থাকবে আজকের দরের ৫০ শতাংশ।

এদিকে প্রথম প্রান্তিক (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯) আর্থিক প্রতিবেদন অনুযায়ী এডিএন টেলিকমের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। এক্ষেত্রে কর পরিশোধের পর মুনাফা ২ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার ২৩ টাকাকে আইপিও পূর্ববর্তী ৪ কোটি ৪৮ লাখ ৬০ হাজার শেয়ারকে ভাগ করে প্রথম প্রান্তিকের ইপিএস বের করা হয়েছে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ