1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে দশ কোম্পানি
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ এএম

বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে দশ কোম্পানি

  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
top loser

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১২৮টি কোম্পানির শেয়ারদর কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যমুনা অয়েলের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১৬ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৬৩ শতাংশ। পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ৯০ পয়সা বা ৮ দশমিক ৪৯ শতাংশ দর কমে যাওয়ায়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ৮ দশমিক ১৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৭৬ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৪ দশমিক ২০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪ দশমিক ১০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ১০ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিং ইলেকট্রোডস লিমিটেডের ৩ দশমিক ৯২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৩ দশমিক ৬৩ শতাংশ কমেছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ