1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিসেম্বরে রাজস্ব আদায় বেড়েছে ডিএসইতে
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ এএম

ডিসেম্বরে রাজস্ব আদায় বেড়েছে ডিএসইতে

  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
dse-logo

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী বছরে সব খাতে ভাটা পড়লেও রাজস্ব আদায় বেড়েছে। গত ডিসেম্বর মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে প্রায় ২২ লাখ টাকার। আলোচ্য মাসে এ খাতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, গত ডিসেম্বর মাসে ডিএসইতে মোট রাজস্ব আদায় হয়েছে ৯ কোটি ৭ লাখ ৪৩ হাজার ১৯৭ টাকা। আগের মাসে ডিএসইতে মোট রাজস্ব আদায় হয়েছিল ৮ কোটি ৮৫ লাখ ১৮ হাজার ৪৩৫ টাকা। এক মাসের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ২২ লাখ ২৪ হাজার ৭৬২ টাকা।

গত মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৬৭৮ টাকা। নভেম্বর মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়েছিল ১ কোটি ৪৪ লাখ ১২ হাজার ২৪৮ টাকা। এক মাসের ব্যবধানে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৯৩ লাখ ৫ হাজার ৪৩০ টাকা।

এদিকে, ডিসেম্বর মাসে শেয়ার লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছে ৬ কোটি ৭০ লাখ ২৫ হাজার ৫১৯ টাকা। নভেম্বর মাসে শেয়ার লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছিল ৭ কোটি ৪১ লাখ ৬ হাজার ১৮৭ টাকা। এ খাতের রাজস্ব আদায় মাসের ব্যবধানে কমেছে ৭০ লাখ ৮০ হাজার ৬৬৮ টাকা।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ