1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আজ দরবৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ এএম

আজ দরবৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স

  • আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
mutual-fund

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এদিন প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মুন্নু ফেব্রিক্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৮৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এমারেল্ড অয়েল।

রোববার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশবন্ধু পলিমারের ৯ দশমিক ৮২ শতাংশ, ড্রাগণ সোয়েটারের ৯ দশমিক ৬৩ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯ দশমিক ৪০ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৯ দশমিক ২৭ শতাংশ, সাইফ পাওয়ারের ৮ দশমিক ৩৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭ দশমিক ৮১ শতাংশ এবং গোল্ডেন সনের লিমিটেডের ৭ দশমিক ৬৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ