1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সূচক বাড়লেও নেতিবাচক ধারায় বেশিরভাগ শেয়ার
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

সূচক বাড়লেও নেতিবাচক ধারায় বেশিরভাগ শেয়ার

  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

আদের দিন পতন হলেও বুধবার (১৩ নভেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। মঙ্গলবার শেয়ারবাজারে যে পতন হয়েছে আজ তার অনেক পরিমাণ উত্থান হয়েছে। এতে করে গতকাল বিনিয়োগকারীরা যে পরিমাণ মুনাফা হারিয়েছে। আজ তার অর্ধেক ফিরে পেয়েছে।

আজ সূচকের উত্থানে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। কিছুক্ষণ পরই সূচক পতনে চলে যায়। এরপর আবার উত্থান-পতন। এভাবে সূচক কখনো উত্থান আবার কখনো পতনের পর অবশেষে কিছুটা উত্থানের মধ্যদিয়ে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন।

সূচক সামান্য বাড়লেও শেয়ারবাজারের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। মূলত কিছু মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ার দর বাড়ার কারণে সামান্য ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। এতে সামান্য সূচক বেড়েছে। সূচক বাড়লে বেশিরভাগ কোম্পানির বিনিয়োগকারীরা মুনাফা তোলার পরিবর্তে লোকসানে নেমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, এই উত্থান-পতনের মধ্য দিয়েই এক সময় বাজার তার গতি পথ খুঁজে পাবে। বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা কাজ করলে হবে না। যেকোনো পরিস্থিতি তাদের ধৈর্য্য সহকারে মোকাবিলা করতে হবে। তারা আরো বলেন, দুর্বল কোম্পানি এড়িয়ে বিনিয়োগকারীদের অবশ্যই মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। তাৎক্ষণিক মুনাফা হবে এই আশায় দুর্বল কোম্পানিতে বিনিয়োগ না করে ভালো মুনাফার আশায় মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ১.৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৪৭৯ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৭৭ কোটি ৬৬ লাখ ০৭ হাজার টাকার।

ডিএসইতে আজ মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি প্রতিষ্ঠানের।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ