আগের দুই কর্মদিবসে (সোমবার ও মঙ্গলবার) শেয়ারবাজার বড় উত্থানে ছিল। ওই দুই কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ১৭৯ পয়েন্ট।
এরপর সপ্তাহের শেষ দুই কর্মদিবস (বুধবার ও বৃহস্পতিবার) মুনাফা তোলার চাপে ডিএসইর সূচকের পতন হয়েছে ৪৮ পয়েন্ট। এরমধ্যে বুধবার সূচক কমেছে প্রায় ১৮ পয়েন্ট। আর আজ কমেছে ৩০ পয়েন্টের বেশি।
এদিন সূচকের পতনের সঙ্গে লেনদেনও কমেছে উল্লেখযোগ্য হারে। যেখানে মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা, সেখানে বুধবার লেনদেন হয়েছে ৬৫১ কোটি ২০ লাখ টাকা এবং আজ বৃহস্পতিবার লেনদেন আরও কমে দাঁড়িয়েছে ৫৪১ কোটি ৫৫ লাখ টাকায়।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারের সূচক ও লেনদেন কমলেও ভয়ের কিছু নেই। কারণ বাজারের সাপোর্ট লেভেল এখন খুব ভালো। বাজার এখন ধীরে ধীরে স্বাভাবিক আচরণে ফিরছে।
তাঁরা বলছেন, আগের দুই দিন বাজারে বড় আকারে উত্থান প্রবণতায় ছিল। যারা আগে শেয়ার কিনেছিলেন, তারা ভালো মুনাফায় ছিলেন। তারা মুনাফা তোলাতে বাজারে কিছুটা চাপ তৈরি হয়েছিল। যার কারণে সর্বশেষ দুই দিনে বাজার কিছুটা সংশোধন হয়েছে।
তাঁদের মতে, আগামী রোববারও বাজার কিছুটা মিশ্র প্রবণতায় থাকতে পারে। তবে সোমবার থেকে বাজার আবারও উত্থান প্রবণতায় ফিরতে পারে।