ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮০ পয়েন্টে।
ডিএসইতে আজ ২৯২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৯৪ কোটি ৩৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৮৬ কোটি টাকা।
আজ ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ২৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৮১ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম