1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লাফার্স হোলসিমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৪ এএম

লাফার্স হোলসিমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

  • আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম সিমেন্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ধারণের সর্বশেষ চিত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুয়ায়ি, নভেম্বর মাসে লাফার্জ হোলসিম সিমেন্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৩০ শতাংশ। আলোচ্য মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ১৬.২৫ শতাংশে। আগের মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৯৪ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত এক বছরে লাফার্জ হোলসিম সিমেন্টের শেয়ার দর সর্বোচ্চ উঠেছিল ৪৯.২০ টাকায় এবং সর্বনিম্ন নেমেছিল ৩০.৭০ টাকায়। বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয় ৩৬.৩০ টাকায়। এদিন কোম্পানির দর উঠে ৩৭.৫০ টাকায় এবং সর্বনিম্ন দর নামে ৩৫.৫০ টাকায়। বৃহস্পতিবার কোম্পানিটি লেনদেনের শীর্ষ তালিকায় পঞ্চম স্থান দখল করে নেয়। মোট লেনদেন হয় ২৮ লাখ ৯২ হাজার ৯৫১টি শেয়ার, যার বাজার মূল্য ছিল ১০ কোটি ৬০ লাখ টাকার বেশি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বহুজাতিক কোম্পানি হিসেবে লাফার্জ হোলসিম সিমিন্টের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বরাবরাই বেশি। কোম্পানিটির সাম্প্রতিক লেনদেন দেখে ধারণা করা হচ্ছে কোম্পানিটির প্রতি বড় বিনিয়োগকারীদেরও ঝোঁক বাড়ছে।

সর্বশেষ দর অনুযায়ী এর বর্তমান মূল্য আয় অনুপাত (পিই) ২৭.২৫।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ