ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড। সপ্তাহে কোম্পানির সর্বচ্চ দর বেড়েছে ১৯ দশমিক ৭ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আমরা টেকনোলজিস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এম এর ডায়িং, স্ট্যান্ডার্ড সিরামিক, বিডিকম অনলাইন ও ন্যাশনাল ফিড মিল।
প্রাপ্ত তথ্যমতে, শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মোজাফ্ফর হোসাইন স্পিনিং। সপ্তাহে শেয়ারটি সর্বচ্চ দর বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৬ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫০ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
কেপিসিএল গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ১৫ দশমিক ৮৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ৫১ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা।
শেয়ারবার্তা/ সাইফুল