1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
গুজবের কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াচ্ছে না
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৫ পিএম

গুজবের কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াচ্ছে না

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
Kamal

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, গুজবের (রিউমার) কারণে শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পারছে না। গুজব বন্ধ করার জন্য প্রচলিত আইন শক্তভাবে পরিপালন করা হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের ৬ নম্বর ভবনে শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি। কিভাবে শেয়ারবাজাকে আমরা আরো গতিশীল করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ডিএসই কিছু প্রস্তাব করেছে। এরমধ্যে তারা জানিয়েছে, সুশাসন (কমপ্লাইন্স) একটু দুর্বল, এটা প্রতিষ্ঠা করতে হবে। আর গুজবের মাধ্যমে ফাঁয়দা হাসিলের রাস্তা বন্ধ করার দাবিটিও আমরা বাস্তবায়ন করবো।

অন্যান্য ব্যবসার মতো পুঁজিবাজারে যারা ব্যবসা করবে তারাও একইভাবে ব্যাংক থেকে ঋণ পাবে। গুজবনির্ভর হয়ে পড়েছে পুঁজিবাজার। গুজবের কারণেই তা ঘুরে দাঁড়াতে পারছে না। গুজব ছড়িয়ে যারা বাজারে প্রভাব বিস্তার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকারের বিভিন্ন সংস্থা। এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-কে নির্দেশনা দেওয়া হয়েছে। রেমিটেন্স খাতে ডিসেম্বর মাসে গ্রোথ হলো ৪০ শতাংশ। একটা মাসে একটা আইটেমে বাংলাদেশে ৪০% গ্রোথ হলো ইতিহাস। এই রেকর্ড কেউ আর ব্রেক করতে পারবে না। তাদের দাবি ভালো কিছু সরকারি শেয়ার বাজার নিয়ে আসার জন্য। আমি আশ্বস্ত করেছি এ বিষয়ে কাজ করছি। এটা সময় লাগবে। আমি দিনক্ষণ দিতে পারবো না করে নিয়ে আসবো। আমি তাদের সাথে একমত ভালো সরকারি শেয়ার বাজার আশা দরকার।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ