1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
২০ কোম্পানিকে ঘিরে সূচকের উত্থানে ৪৩ শতাংশ লেনদেন
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২৩ এএম

২০ কোম্পানিকে ঘিরে সূচকের উত্থানে ৪৩ শতাংশ লেনদেন

  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

দেশের প্রধান পুঁজিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ষষ্ঠ কার্যদিবস পর মঙ্গলাবর (২৪ সেপ্টেম্বর) লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িছে। আজ লেনদেন হয়েছে ৭১৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার বা ইউনিট। এরমধ্যে ৪৩ দশমিক ১১ শতাংশই লেনদেন হয়েছে মাত্র ২০ টি কোম্পানিতে। ফলে এই কোম্পানিগুলো ডিএসইর লেনদেনের তালিকার শীর্ষ ২০ কোম্পানির মধ্যে জায়গা করে নিয়েছে।

ডিএসইর তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পর পুঁজিবাজারে ব্যাপক উত্থান পরিলক্ষিত হয়েছিল। তবে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার কিছু দিনের মধ্যে নানা প্রকার দাবি দাওয়া নিয়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন মহলে আন্দোলন শুরু হলে আবারও পতনের মুখে পড়ে পুঁজিবাজার। সরকারের দেড় মাস পরে এসে দেখা যায়, পুজিঁবাজারের লেনদেন কিছুটা স্থিতিশীল হয়েছে।

আজকে সূচকের উত্থানে লেনদেন হওয়া ৭১৮ কোটি ৬৩ লাখ টাকার প্রায় ৮৩ শতাংশ বা ৫৯৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হস্তান্তর হয়েছে মাত্র ১০০ টি কোম্পানিকে ঘিরে। বাকি ২৯২টি কোম্পানির মধ্যে লেনদেন হয়েছে মাত্র ১২১ কোটি ৬৪ লাখ টাকার বা ১৬ দশমিক ৯২ শতাংশ শেয়ার বা ইউনিট। বাকি ৫ টি কোম্পানির কোন শেয়ার বা ইউনিট লেনদেন হয়নি।

বর্তমানে পুঁজিবাজারে নিয়মিত লেনদেন হচ্ছে ৫০০ থেকে ৬০০ কোটি টাকার ঘরে। তবে মাসের শুরুর দিকে ২ সেপ্টেম্বর ব্যাপক উত্থানের মধ্য দিয়ে লেনদেন ছাড়িয়েছিলো ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকা। যা সেপ্টেম্বর মাসের এখন পর্যন্ত হওয়া সর্বোচ্চ লেনদেন। আর আজকের কার্যদিবস ধরে এই মাসে ৭০০ কোটি টাকা ছাড়িছে মাত্র ৪ কার্যদিবস।

এদিকে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৯৩ টির, কমেছে ২৬২ টির, অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪০ টি কোম্পানির বাজারদর। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমেটেড। গ্রামীণফোন লিমিটেডের ৫৯ কোটি ৯৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির ৪০ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৮ কোটি ৯০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা প্রথম ১০ কোম্পানির মধ্যে বাকি কোম্পানিগুলো হলো- দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, দ্য এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি, টেকনো ড্রাগ লিমিটেড, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

এদিকে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্রামীণ ওয়ান: স্কিম টু। এদিন ডিএসইতে গ্রামীণ ওয়ান: স্কিম টু এর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। আর দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৫ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মাসিটিক্যালস পিএলসির শেয়ারদর বেড়েছে ১১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা সেরা ১০ কোম্পানির বাকি কোম্পানিগুলো হচ্ছে- তমিজ্জউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোন্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, হিডেনবার্গ মেটারিয়ালস বাংলাদেশ পিএলসি, দেশ গার্মেন্টস লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস পিএলসি।

অপরদিকে দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৫ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। আর দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নিউলাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ২১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক শূন্য ২৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য উপরের ১০ কোম্পানির বাকি কোম্পানিগুলো হলো- এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, সাইনপুকুর সিরামিকস লিমিটেড, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ