1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
অর্থমন্ত্রীর সঙ্গে ডিএসইর বৈঠক আজ
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ এএম

অর্থমন্ত্রীর সঙ্গে ডিএসইর বৈঠক আজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
Mustafa_Kamal-DSE

দেশের প্রধান পুঁজিবাজারের চলমান সংকট নিরসনে আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর সঙ্গে বৈঠকে বসবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। বিকেল ৩টায় আাগারগাঁও এনইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৯ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতি উত্তরণে অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়। এরপর বৈঠকের সময় জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ডিএসই। ডিএসইর আবেদনের প্রেক্ষিতে অর্থমন্ত্রী বৈঠকের তারিখ নির্ধারণ করেছেন। সে অনুযায়ী আজ বৈঠক অনুষ্ঠিত হবে।

দেশের পুঁজিবাজার খারাপ সময় পার করছে। মাত্র ১০ বছর আগে যে বাজারে দৈনিক লেনদেন হয়েছে ৮শ কোটি টাকার বেশি, সেই বাজারে লেনদেন নেমে এসেছে ২শ কোটি টাকার ঘরে। আর এমন পতনমুখি বাজারে স্টেকহোল্ডারা নানা তৎপরতা অব্যাহত রেখেছে। তারা নানা উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। সর্বশেষ শীর্ষ ব্রোকাররা বাজারে বিনিয়োগের জন্য ১০ হাজার কোটি টাকার ফান্ড দাবি করে অর্থমন্ত্রনালয়ে প্রস্তাব পাঠায়।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ