1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এএসএফ টোকিও সেমিনারে যোগ দিতে জাপান গেলেন ডিবিএ প্রেসিডেন্ট
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম

এএসএফ টোকিও সেমিনারে যোগ দিতে জাপান গেলেন ডিবিএ প্রেসিডেন্ট

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) টোকিও রাউন্ড টেবিল সেমিনারে যোগ দিতে শনিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা ছেড়ে গেছেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ)-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। সেখানে তিনি ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সিকিউরিটিজ মার্কেটের উপর বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিবেন।

পাঁচদিন ব্যাপী উক্ত সেমিনারে সাইফুল ডিবিএর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন এবং বাংলাদেশের সিকিউরিটিজ মার্কেটের উপর আলোচনা ও বক্তব্য দিবেন।

উল্লেখ্য যে, এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) এশিয়া ও ওশেনিয়া দেশভূক্ত সিকিউরিটিজ মার্কেটের সাথে সম্পৃক্ত প্রায় চল্লিশটি সংগঠন নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোরাম। সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে গঠিত এই ফোরামের সচিবালয় জাপানের টোকিওতে অবস্থিত। ডিবিএ ২০২৩ সালে এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ)-এর স্থায়ী সদস্যপদ লাভ করে।

ডিবিএর প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে এশিয়া সিকিউরিটিজ ফোরামের সদস্যভুক্ত সংগঠনের সাথে ডিবিএর পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ উন্নত হবে এবং বাংলাদেশের সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ