1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭৫০ কোটি
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২৬ পিএম

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭৫০ কোটি

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) ডিএসইর মূলধন বেড়েছে ৬ হাজার ৭৫০ কোটি টাকার বেশি। গড় লেনদেন বেড়েছে ২৬ শতাংশের বেশি।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৮৩১ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ৯৭ শতাংশ বা ৬ হাজার ৭৫০ কোটি টাকা।

সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৯২ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬২৪ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৯৩ শতাংশ।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ১৭০ কোটি টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ১২২ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে তিন হাজার ৪৮ কোটি ১৩ লাখ টাকা।

আলোচ্য সপ্তাহে ডিএসইর সূচকে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১০৪ দশমিক ৫০ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৪ দশমিক ১২ পয়েন্ট। আর ডিএসইএস সূচক বেড়েছে ২২ দশমিক ১৮ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯৩টির, কমেছে ৮৬টির এবং ১৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ