1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
জুলাই মাসে জ্বালানিতে যতো কোম্পানির বিনিয়োগ বেড়েছে
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৮ এএম

জুলাই মাসে জ্বালানিতে যতো কোম্পানির বিনিয়োগ বেড়েছে

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতে ২৩টি কোম্পানির মধ্যে জুলাই মাসে ১০টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১০টির এবং ৩টি কোম্পানির প্রতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসব কোম্পানির সেগুলো হলো: লিনডে বিডি, ইন্ট্রাকো, এসোসিয়েটেড অক্সিজেন, পদ্মা অয়েল, লুব-রেফ, ইস্টার্ন লুব্রিকেন্টস, জিবিবি পাওয়ার, যমুনা অয়েল, সামিট পাওয়ার এবং এমজেএল বিডি।

লিনডে বিডি:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ২৯.৩০ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.২০ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২৬.২৯ শতাংশ বেড়েছে। জুলাই মাসে লিনডে বিডির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি বেড়েছে।

ইন্ট্রাকো:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ১২.৮৩ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১২.৪০ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৩.৪৬ শতাংশ বেড়েছে।

এসোসিয়েটেড অক্সিজেন:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ১০.৪৬ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১০.২৮ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১.৭৫ শতাংশ বেড়েছে।

পদ্মা অয়েল:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ৩২.১০ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩১.৫৫ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১.৭৪৯ শতাংশ বেড়েছে।

লুব-রেফ :জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ৯.২৫ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৯.১৫ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১.০৯ শতাংশ বেড়েছে।

ইস্টার্ন লুব্রিকেন্টস :জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ৬.৩৪ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬.২৯ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.৭৯ শতাংশ বেড়েছে।

জিবিবি পাওয়ার :জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ১৪.৪৩ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৩৫ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.৫৫ শতাংশ বেড়েছে।

যমুনা অয়েল:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ২৮.৮৬ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৮.৮২ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.১৩ শতাংশ বেড়েছে।

সামিট পাওয়ার :জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ১৮.৪৮ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.৪৬ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.১০ শতাংশ বেড়েছে।

এমজেএল বিডি :জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ২২.৪৪ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.৪২ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.০৮ শতাংশ বেড়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ