1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
৮ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ এএম

৮ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
credit-rating

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়ান ইন্সুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, সিভিও পেট্রোকেমিক্যাল, গোল্ডেন সন, এমএল সিমেন্ট, বিবিএস ক্যাবলস ও ফার্মা এইড লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী এশিয়ান ইন্সুরেন্সের ক্লেইম পেইং এবিলিটি (সিপিএ) হয়েছে ‘এএ’। ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের আলোকে এই রেটিং করা হয়েছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী ফেডারেল ইন্স্যুরেন্সের ক্লেইম পেইং এবিলিটি (সিপিএ) হয়েছে ‘এ’। ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের আলোকে এই রেটিং করা হয়েছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩০ জুন, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের আলোকে এই রেটিং করা হয়েছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী সিভিও পেট্রোকেমিক্যালের নজরদারি রেটিং হয়েছে ‘বিবিবি২’। ৩০ জুন, ২০১৫, ২০১৬,২০১৭, ২০১৮, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ নভেম্বর, ২০১৯ পর্যন্ত ব্যাংকের দায়ের আলোকে এই রেটিং করা হয়েছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী গোল্ডেন সনের নজরদারি রেটিং হয়েছে ‘বিবিবি৩’। ৩০ জুন, ২০১৫, ২০১৬,২০১৭, ২০১৮, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ নভেম্বর, ২০১৯ পর্যন্ত ব্যাংকের দায়ের আলোকে এই রেটিং করা হয়েছে।

ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) রেটিং অনুযায়ী এমএল সিমেন্টের নজরদারি রেটিং হয়েছে ‘এএ২’। ৩০ জুন, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ নভেম্বর, ২০১৯ পর্যন্ত ব্যাংকের দায়ের আলোকে এই রেটিং করা হয়েছে।

বিবিএস ক্যাবলসের দীর্ঘমেয়াদী ‘এ+’ ও স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং দেওয়া হয়েছে। ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।

ফার্মা এইডের দীর্ঘমেয়াদী ‘এ’ ও স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং দেওয়া হয়েছে। ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ