1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিএসইতে সূচক বেড়েছে প্রায় সাড়ে ৫৩ পয়েন্ট
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২২ এএম

ডিএসইতে সূচক বেড়েছে প্রায় সাড়ে ৫৩ পয়েন্ট

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকেই শেয়ারবাজারে পতন শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত তিনদিনের টানা পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমে যায় ১৪৪ পয়েন্ট।

এরপর গতকাল বুধবার ডিএসইর সূচক ১০ পয়েন্ট বেড়ে টানা পতনে লাগাম পড়ে। আজ বৃহস্পতিবার ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হলেও ১০ মিনিটের মাথায় প্রায় ৪২ পয়েন্ট বেড়ে ক্রমাগত পেছনে যেতে থাকে। বেলা ১১টা ১০ মিনিটের আগেই বাজার নেতিবাচক অবস্থানে চলে যায়।

তারপর কিছুক্ষণ সাইড লাইনে ঘুরাফিরার পর সূচক আবারও সামনে যেতে থাকে। বেলা পৌনে ১টা পর্যন্ত সূচক ১০-১৫ পয়েন্ট ওঠা-নামার মধ্যে আসা-যাওয়া করতে থাকে। এরপর বেলা ২টার পর বাজারে ভালো মুভমেন্ট দেখা যায়।

এদিন লেনদেনের শেষভাগে ডিএসইর সূচক ৬৫ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়। তবে অ্যাডজাস্টমেন্টের কারণে সূচক কমে উত্থান স্থির হয় প্রায় সাড়ে ৫৩ পয়েন্টে।

বুধবারের বাজার প্রেডিকশন

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ বৃহস্পতিবার (০১ আগস্ট ) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৫৫২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৮২ কোটি ১৭ লাখ বা ১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৮টি বা ৭০ শতাংশের। আর দর কমেছে ৬০টি বা ১৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০টি বা ১৫ শতাংশের।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ