1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালাব
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালাব

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
DSE

নির্বাচনী ফলাফল অনুষ্ঠানিকভাবে ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নে আমরা সর্বাত্মক চেষ্টা করব। কীভাবে বাজারকে ভালো করা যায় এবং বিনিয়োগকারীরা যেন আবার বিনিয়োগে ফিরে আসে আমরা সেই চেষ্টা করব। বিশেষ করে পুঁজিবাজারের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত আইন-কানুন প্রণয়ন করা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করবো।’

দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নে সর্বাত্মক চেষ্টার অঙ্গীকার করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নব-নির্বাচিত পরিচালক জাহান সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং শাকিল রিজভী স্টকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী।

রোববার ডিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচনে সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে সাংবাদিকদের কাজে অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

তিনি আরো বলেন, ‘পুঁজিবাজারে উন্নয়ন ও স্থিতিশীলতা আনয়ণ এবং এর সঙ্গে সম্পৃক্ত সকলের স্বার্থ রক্ষার্থে যথাযথ ভূমিরা রাখব। অর্থাৎ পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নসহ ট্রেকহোল্ডার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে নিরলসভাবে কাজ করবো।

শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, ‘চলতি বছরজুড়ে পুঁজিবাজার অনেক খারাপ ছিল। নতুন বছরে আমাদের প্রচেষ্টা থাকবে, বাজারকে সেই জায়গা থেকে যেন উত্তরণ করা যায়। আশা করি আমাদের ইচ্ছা ও চেষ্টা সফল হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা সফল ভাবে কাজ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনে বাজারকে ভালো রাখতে নীতিগত ও পলিসিগত সার্বিক সহায়তা করব। সর্বপরি পুঁজিবাজারের উন্নয়ন, ট্রেকহোল্ডার ও বিনিয়োগকারীদের স্বার্থে নিরলসভাবে কাজ করবো।’

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ