1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
জামরুল খেলে মিলবে যত পুষ্টি
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:০২ পিএম

জামরুল খেলে মিলবে যত পুষ্টি

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

জামরুল দেখতে বেশ আকর্ষণীয় হলেও স্বাদে ততটা মিষ্টি নয়। এজন্য অনেকেই ফলটি খেতে তেমন পছন্দ করেন না। তাই বাজারেও জামরুলের দেখা মেলে কম। কারণ অন্যান্য ফলের মতো তার খাতির কিছুটা কম। তাই বলে ভাববেন না, এই ফলে পুষ্টি কম।

জামরুল একটি জলীয় ফল। এর মধ্যে প্রচুর পরিমাণে পানি ছাড়াও আছে বেশ কিছু জরুরি প্রোটিন, গুরুত্বপূর্ণ ভিটামিন যেমন- বি ও সি, ম্যাগনেসিয়াম সোডিয়াম, সালফার, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস’সহ বিভিন্ন খনিজ পদার্থ।

এসব খনিজ শরীরের বেশ কিছু উপকারে প্রয়োজন হয়। এছাড়া জামরুল অ্যান্টি অক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবারেও ভরপুর। শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান ঘটাতে পারে জামরুলে থাকা একাধিক পুষ্টি উপাদান।

জামরুলের উপকারিতা

লিভার সুস্থ রাখে
জামরুলের মধ্যে হেপাটোপ্রটেক্টিভ উপাদান আছে, যা লিভারের টক্সিন বের করে দেয়। ফলে লিভার থাকে সুস্থ।

স্ট্রোকের ঝুঁকি কমায়
রক্তের কোলস্টেরল নিয়ন্ত্রণে রেখে হার্টে ব্লকেজের ঝুঁকি জামরুল কমিয়ে দেয় অনেকটাই। তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে জামরুল না খেলেই নয়।

হাড় মজবুত করে
জামরুল শরীরে ক্যালসিয়ামের জোগান ঠিক রাখে। ফলে হাড় মজবুত থাকে।

অস্টিওপোরোসিস ঠেকায়
নারীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। জামরুল অস্টিওপোরেসিসসহ হাড়ের নানা সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে।

কোষ্ঠকাঠিন্য সারায়
জামরুলে পর্যাপ্ত ডায়েটারি ফাইবার আছে। এই ফাইবার ঠিকমতো হজম হতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা থেকে সহজেই মুক্তি মেলে। রক্ষা পাওয়া যায়।

কোলেস্টেরল কমায়
জামরুলে মধ্যে নিয়াসিন আছে, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি এটি রক্তে ভালো কোলেস্টেরল বা এইচডিএলের পরিমাণ বাড়ায় ও খারাপ কোলেস্টেরল কমায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

জামরুলে বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট ও শক্তিশালী ভিটামিন সি আছে। এটি হোয়াইট ব্লাড সেল তৈরি করে। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরে জমে থাকা টক্সিন দূর করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

সূত্র: এবিপি নিউজ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ