1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
দরবৃদ্ধির শীর্ষে এল আর গ্লোবাল ফান্ড
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ এএম

দরবৃদ্ধির শীর্ষে এল আর গ্লোবাল ফান্ড

  • আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (০৭ জুলাই) এল আর গ্লোবাল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদার্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ১১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। আর ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডরিন পাওয়ার, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, বে লিজিং, এসইএমএল গ্রোথ ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, এস আলম স্টিলস এবং আনলিমা ইয়ার্ন লিমিটেড।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ