1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ারবাজারে বড় উত্থান
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:১৫ পিএম

শেয়ারবাজারে বড় উত্থান

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

বিদ্যমান বিধিমালা সংশোধন করে সরকারি চাকরিজীবীদের শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে, সাম্প্রতিক সময়ে বাজারে এ ধরনের একটি খবর ছড়িয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় ধরনের উত্থান হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ১২৩ পয়েন্ট বেড়েছে। এতে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকা। একইভাবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২৩১ কোটি টাকা।

তবে সংশ্লিষ্টরা বলছেন, অনেকদিন পর বাজারে বড় উত্থান। তবে এটি কতদিন স্থায়ী হয়, সেটি বিবেচ্য বিষয়।

প্রসঙ্গত সরকারি কর্মচারী চাকরি বিধিমালা অনুসারে বর্তমানে তারা ফটকা কারবারে বিনিয়োগ করতে পারেন না। তবে এই ফটকা কারবার বলতে শেয়ারবাজারকে বুঝানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে সাবেক আইজিপি (পুলিশ মহাপরিদর্শক) বেনজীর আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে বেশ আলোচনা চলছে। সরকারি আরও অনেক শীর্ষ কর্মকর্তার এখানে বিনিয়োগ রয়েছে। ফলে বিতর্ক এড়াতে বিধিমালা সংশোধন করে তাদেরকে বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। এ সংবাদ ছড়িয়ে পড়লে বাজারে বড় ধরনের উত্থান হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে বৃহস্পতিবার ৩৯৬টি কোম্পানির ২৭ কোটি ৪৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৭৭০ কোটি ৭০ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৩৬৫টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ১২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৭ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫১ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরীয়াহ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৮ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে ১০ হাজার কোটি টাকা বেড়ে ৬ লাখ ৭১ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

শীর্ষ দশ কোম্পানি:

বৃহস্পতিবার ডিএসইতে যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, সী পার্ল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, সাইফ পাওয়ার, এশিয়াটিক ল্যাব, তৌফিকা ফুড লাভেলো, বেস্ট হোল্ডিং এবং মালেক স্পিনিং।

ডিএসইতে বৃহস্পতিবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- ফনিক্স ফাইন্যান্স, এস আলম কোল্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আফতাব অটো, সিলকো ফার্মা, খান ব্রাদার্স পিপি, দেশবন্ধু পলিমার, ইস্কয়ার নিট কম্পোজিট, আমান কটন এবং ওয়েস্টার্ন মেরিন।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, নিউ লাইন, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, বিআইএফসি, পিপলস ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প, ওয়াটা কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যাল, উসমানিয়া গ্লাস এবং আলহাজ্ব টেক্সটাইল।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ