1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
দরপতনের শীর্ষে ইসলামিক ফাইন্যান্স
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ এএম

দরপতনের শীর্ষে ইসলামিক ফাইন্যান্স

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামিক ফাইন্যান্সে অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২ জুলাই) ইসলামিক ফাইন্যান্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৫ দশমিক ৫৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৩ দশমিক ২২ শতাংশ কমেছে। আর ৪ টাকা ৫০ পয়সা বা শেয়ারদর ৩ দশমিক ২০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজিউমার কেয়ার , স্টাইলক্রাফট, মনোস্পুল পেপার, পেপার প্রসেসিস, ইউনাইটেড ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট এবং ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ