1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শঙ্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় শেয়ারবাজার
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পিএম

শঙ্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় শেয়ারবাজার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

বছরের প্রথম কর্মদিবস রোববার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহার না করার খবরে উভয় শেয়াবাজারে নেতিবাচক প্রবণতা দেখা দেয়। আজ লেনদেনের শুরুতে শঙ্কা থাকলেও দিনের শেষভাগে সেই শঙ্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার।

এদিন লেনদেনের শুরুতে আগের দিনের ধারাবাহিকতায় বেশ চাপে থাকে উভয় বাজার। শুরুতেই দেখা যায় ভলিউম লিডারের শেয়ারগুলোও- যেমন-সালভো কেমিক্যাল, এশিয়াটিক ল্যাবরেটরিজের মতো শেয়ার ক্রেতাশুন্য হয়ে যায়। দিনের সর্বনিম্ন দামেই এসব শেয়ারের লাখ লাখ শেয়ার বিক্রির অফার দেখা যায়। তারপর ধীরে ধীরে শেয়ারগুলোতে ক্রেতারা ফিরতে শুরু করে এবং এক পর্যায়ে শেয়ারগুলোতে চাঙ্গাভাব বিরাজ করে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে এখন প্রায় সব শেয়ারই বিনিয়োগ উপযোগি। বিচার-বিশ্লেষণ করে এখন শেয়ারে বিনিয়োগ করলে মুনাফা হওয়ার সম্ভবনা শতভাগ। তাঁরা মনে করছেন, বাজারের বড় বিনিয়োগকারীরা ধীরে শেয়ার সংগ্রহ করছেন। তাদের সংগ্রহ শেষ হলে যেকোন সময় বাজারে বড় ধরনের চাঙ্গাভাব দেখা যেতে পারে।

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজে মঙ্গলবার (০২ জুন) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১১.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪৪০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭১২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ ডিএসইতে ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

সার্ভার বিভ্রাটের কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ঢুকা যাচ্ছে না। তাই সিএসইর লেনদেন চিত্র আজ দেওয়া সম্ভব হলো না।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ