1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ভারতের শেয়ারবাজারে নতুন রেকর্ড
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ এএম

ভারতের শেয়ারবাজারে নতুন রেকর্ড

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

ভারতীয় শেয়ারবাজার প্রায় প্রতিদিনই নতুন রেকর্ঢ স্থাপন করছে। দেশের প্রধান স্টক সূচক সেনসেক্স বৃহস্পতিবার প্রথমবারের মতো ৭৯ হাজারের রেকর্ড স্পর্শ করেছে। সেই সাথে আরেক স্টক ইনডেক্স নিফটি নতুন নজির স্থাপন করেছে।

ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সেনসেক্স সূচক ৭৯ হাজার ২৪৩.১৮ পয়েন্টে দিন শেষ করেছে। অর্থাৎ সেদিন এই সূচক বেড়েছে ৫৬৮.৯৩ পয়েন্ট; লেনদেন চলাকালীন সর্বোচ্চ ৭২২ পয়েন্ট উত্থান হয় এই সূচকের; উঠে যায় ৭৯ হাজার ৩৯৬.০৩ পয়েন্টে।

পাশাপাশি আরেক সূচক নিফটিও সেদিন প্রথমবারের মতো ২৪ হাজার পয়েন্ট অতিক্রম করেছে; রেকর্ড গড়ার পর ২৪ হাজার ৪৪.৫০ পয়েন্টে দিন শেষ করে এই সূচক।

ভারতের শেয়ারবাজারের সাম্প্রতিক এই উত্থান অনেক ধরনের তত্ত্ব থাকলেও বিশেষজ্ঞদের মধ্যে অনেকে মনে করেন, এর মূল কারণ অর্থনীতির উন্নতি। শেয়ারবাজারে যে বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করেছে, এটাই তার কারণ। সে কারণে শেয়ারের দাম এভাবে বাড়ছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, শেয়ারবাজারের এই উত্থান বাজারের প্রাক্-বাজেট দৌড়। এবার সেনসেক্সের লক্ষ্য ৮০ হাজারের ঘর স্পর্শ করা। তাঁরা বলেন, বর্তমানে কেন্দ্রে জোট সরকার থাকলেও এটি স্থিতিশীল। বাজার আপাতত এমনই থাকবে, সূচক পতনের আশঙ্কা কম।

প্রতিবেদনে বলা হয়, ভারতের এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মোট দুই হাজার কোম্পানির মুনাফা বেড়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে এই কোম্পানিগুলো মুনাফা করেছে মোট ৪.১৪ লাখ কোটি রুপি; অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে যা ছিল ৩.৬২ লাখ কোটি রুপি।

কোম্পানিগুলোর অগ্রিম কর পরিশোধের হার বেড়েছে ২১ শতাংশ। চলতি অর্থবছরে তাদের আয় যে বাড়ছে, এটা তারই ইঙ্গিত।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ