1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বন্ড ইস্যু করবে আল-আরাফা ব্যাংক
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ এএম

বন্ড ইস্যু করবে আল-আরাফা ব্যাংক

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফা ইসলামী পিএলসি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এর মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ৩শ কোটি টাকা সংগ্রহ করবে। মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।

বৃহস্পতিবার (২৭ জুন) আনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আল-আরাফা ইসলামী সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে ব্যাংকের ৫ষ্ঠ সাব-অর্ডিনেটেড বন্ড। তবে এর মেয়াদ, কুপন হারসহ অন্যান্য ফিচার জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ, আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ১৯৯৮ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ১৫১ কোটি ৬৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৪৭ দশমিক ৫৪ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৩ দশমিক ৩২ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২৮ দশমিক ৯১ শতাংশ শেয়ার।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ