1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সূচক-লেনদেনের উর্ধমুখিতায় শেষ হল লেনদেন
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ এএম

সূচক-লেনদেনের উর্ধমুখিতায় শেষ হল লেনদেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

ঈদের ছুটি শেষে দ্বিতীয় দিনে পুঁজিবাজারের গতিশীলতা বেশ বেড়েছে। এদিন বাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে প্রতিটি মূল্যসূচক। লেনদেন বেড়ে আগের দিনের দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে বাজারে আস্থা ফিরে পাওয়ার একটা আভাস দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) সূচকের উর্ধমুখী ধারায় লেনদেন শুরু হয় বাজারে। মোটামুটি ওই ধারাতেই চলে দিনের পুরো লেনদেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক আগের চেয়ে উর্ধগামী হয়।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮২ দশমিক ৭৪ পয়েন্ট (১.৬০ শতাংশ) বেড়ে ৫ হাজার ২৪৪ দশমিক ১২ পয়েন্ট দাঁড়ায়। ডিএসইতে শরিয়াহ সূচক ডিএসইএস ২৪ দশমিক ৭৪ পয়েন্ট (২.২০ শতাংশ) বৃদ্ধি পায়। নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএসই৩০ বৃদ্ধি পায় ৩১ দশমিক ৩৪ পয়েন্ট (১.৬৯ শতাংশ)।

ডিএসইতে এদিন ৩৯৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৮৮টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর প্রায় ৭৩ শতাংশ। এই বাজারে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম কমে এবং ৫০ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।

এদিন ডিএসইতে ৪৫২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২৪৬ কোটি ৪৪ লাখ টাকা।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনেও ছিল একই ধারা। এদিন বাজারটিতে ১৯৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২২টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৮টির দাম। বাজারটিতে ২৯ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ