স্থগিতাদেশ শেষ হওয়ার পরে দ্রুততম সময়ে উৎপাদনে ফেরার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড। আগামী ১ জুলাই থেকে উৎপাদন মিলগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মিল খোলার পর ৭ জুলাই থেকে আবারও উৎপাদনে ফিরবে কোম্পানিটি।
উল্লেখ, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ২ মাসের জন্য উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানিটি । কী কারণে উৎপাদন বন্ধ করেছে তা জানানো হয়নি। এর পর চলতি বছরের ১২ এপ্রিল থেকে আরও দুইমাস উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। তবে আজ (১২ জুন) কোম্পানিটির উৎপাদন বন্ধ থাকার মেয়াদ শেষ হলেও কোম্পানিটি ৩০ জুন অব্দি কারখানা এবং উৎপাদন বন্ধ রাখবে।