1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
প্রাতিষ্ঠানিকদের কব্জায় ৫ ইন্সুরেন্স কোম্পানির শেয়ার
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:০২ এএম

প্রাতিষ্ঠানিকদের কব্জায় ৫ ইন্সুরেন্স কোম্পানির শেয়ার

  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৭টি ইন্সুরেন্স কোম্পানির মধ্যে ৫টিতে উদ্যোক্তা পরিচালকদের তুলনায় বেশি রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার। কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৩২ শতাংশ থেকে ৪৩ শতাংশ। কোম্পানিগুলো হল-বিজিআইসি, প্রাইম লাইফ, ফারইস্ট লাইফ, নর্দার্ন ইন্সুরেন্স ও মেঘনা লাইফ ইন্সুরেন্স লিমিটিড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ধারণের সর্বশেষ হিসাবে এই তথ্য উঠে এসেছে।

তথ্য অনুয়ায়ী, তালিকাভুক্ত ৪৭ ইন্সুরেন্সের মধ্যে বিজিআইসি-তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি। কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৪৬.৯২ শতাংশ। আর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে ১৯.৯১ শতাংশ।

প্রাইম লাইফ ইন্সুরেন্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৪৩.৬৮ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে ৩৪.২৯ শতাংশ।

ফারইস্ট লাইফ ইন্সুরেন্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৪০.১২ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে ৩২.৬৯ শতাংশ।

নর্দার্ন ইন্সুরেন্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৩২.৮৭ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে ৩০.৪৬ শতাংশ।

আর মেঘনা লাইফ ইন্সুরেন্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৩২.৩০ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে ২৪.৭৩ শতাংশ।

বাজার সংশ্লিষ্টরা জানান, তারল্য সংকটের কারণে চলতি বছরের শুরু থেকে পুঁজিবাজারে মন্দাভাব অব্যাহত থাকে। মন্দার কারণে বছরজুড়ে তালিকাভুক্ত ৮০ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দর কমেছে। তবে ব্যতিক্রম রয়েছে বীমা খাত। বীমা কোম্পানির মধ্যে প্রায় সবগুলো কোম্পানির শেয়ার দর বেড়েছে। এ সময়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে বীমা খাতে ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের কথা ঘোষণা হওয়ায় এখাতে চাঙ্গাভাব বজায় থাকে। বিশেষ করে সাধারণ বীমা কোম্পানির ক্ষেত্রে নীতিনির্ধারণী নানা পদক্ষেপ ঘোষণা হওয়ায় এখাতে কোম্পানিগুলোর শেয়ার দরে তেজিভাব দেখা যায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, চলতি বছর তালিকাভুক্ত ৩৫টি সাধারণ বীমা কোম্পানির বাজার মূলধন বেড়েছে ৩০ শতাংশ। এ সময়ে অনেক কোম্পানির শেয়ার দর দ্বিগুণেরও বেশি বাড়তে দেখা যায়। যদিও এবছর ব্যাংক ও এনবিএফআইর শেয়ার দর কমে যাওয়ায় সেগুলোর বাজার মূলধন অনেক কমেছে। এ কারণে ইন্সুরেন্স কোম্পানির শেয়ারে সাধারন বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ঝোঁকও বেড়েছে। তবে এ সময়ে বেশ কিছু ইন্সুরেন্স কোম্পানির শেয়ার থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বড় মুনাফাও তুলেছে।

চলতি বছরের শুরুতে কয়েকটি বহুতল ভবনে সংগঠিত দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের সব ভবন বীমার আওতায় আনার কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের নীতিনির্ধারণী মহল। এরপর বাজেটে কৃষি বীমাসহ কয়েকটি নতুন বীমা কর্মসূচি অর্ন্তভূক্ত করা হয়। ফলে বীমা ব্যবসা সম্প্রসারণের নতুন সম্ভাবনা জেগে উঠে। এরফলে এখাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁকও বাড়তে থাকে। বছরজুড়ে পুঁজিবাজারের অন্যান্য খাতের বিনিয়োগকারীরা লোকসানের কবলে থাকলেও এখাতের বিনিয়োগকারীরা ভালো মুনাফা পেয়েছেন। ভবিষ্যতে এখাতে কোম্পানিগুলোর শেয়ার দরে আরো তেজিভাব দেখা যেতে পারে বলে বাজার সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

যে ৫ কোম্পানিতে উদ্যোক্তাদের তুলনায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বেশি রয়েছে:

ক্রমিক কোম্পানির নাম উদ্যোক্তা শেয়ার প্রাতিষ্ঠানিক  শেয়ার
বিজিআইসি ১৯.৯১ ৪৬.৮২
প্রাইম লাইফ ৩৪.২৯ ৪৩.৬৮
ফারইস্ট লাইফ ৩২.৬৯ ৪০.১২
নর্দার্ন ইন্সুরেন্স ৩০.৪৬ ৩২.৮৭
মেঘনা লাইফ ২৪.৭৩ ৩২.৩০

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ