1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এবিবি’র নেতৃত্বে আলী রেজা ইফতেখার
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম

এবিবি’র নেতৃত্বে আলী রেজা ইফতেখার

  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি’র চেয়ারম্যান হয়েছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।

তিনি বিদায়ী চেয়ারম্যান মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

শনিবার সংগঠনের ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২০-২১ মেয়াদের জন্য তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইফতেখার এর আগে ২০১৪-১৫ মেয়াদে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের(এবিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচিত তিন নতুন ভাইস চেয়ারম্যান হলেন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।

সেক্রেটারী নির্বাচিত হয়েছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী রাহেল আহমেদ।

দীর্ঘ ৩৪ বছরের ব্যাংকিং পেশায় ইফতেখার বিভিন্ন বেসরকারি এবং ব্যাংক ইন্দোসুয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ আন্তর্জাতিক ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা, কর্পোরেট কমপ্লায়েন্স এবং রেগুলেটরি বিষয়ে অভিজ্ঞ আলী রেজা ইফতেখার ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং দূরপ্রাচ্যসহ বিশ্বের দেশে কর্পোরেট, রিটেইল এবং ক্রেডিট বিষয়ে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ