1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
Block

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- আইএফআসি ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, আলিফ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজুমার, লাভেলো আইস্ক্রিম, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম লিমিটেড, ওয়ালটন হাইটেক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ১৭০ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৯ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ দর ছিল ৯ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ মেঘনা পেট্রোলিয়ামের ২৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯৮ টাকা ৬০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের ২৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৩৫ টাকা ৬০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২১ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা, ইউনিলিভার কনজুমারের ১৩ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ১১ কোটি ৬৪ লাখ টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ৯ কোটি ৯৭ লাখ টাকা, ওয়ালটন হাইটেকের ৮ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ৮ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ