1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিদায়ী সপ্তাহে উভয় বাজারে ৭ কোম্পানির দাপট
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ এএম

বিদায়ী সপ্তাহে উভয় বাজারে ৭ কোম্পানির দাপট

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
share

দীর্ঘদিন যাবৎ পতনের বৃত্তে আটকে ছিলো দেশের শেয়ারবাজার। এমন পতনের কারণে বিনিয়োগকারীদের মাঝে বিরাজ করছে নানা রকম অস্থিরতা। তবে বিদায়ী সপ্তাহে বাজারে কিছুটা ভিন্ন রুপ দেখা গেছে। আলোচ্য সপ্তাহের ৪ কর্মদিবসের মধ্যে ৩ কর্মদিবসেই বাজারে উত্থান হয়েছে।

এদিকে পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিদায়ী সপ্তাহের বুধবার (০১ মে) বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ফলে বিদায়ী সপ্তাহে (২৮ এপ্রিল-০২ মে) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে শেয়ারবাজারে দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে ৭ কোম্পানির শেয়ার। উভয় স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনারগাও টেক্সটাইল, ওইম্যাক্স ইলেক্ট্রড, ম্যাকসন্স স্পিনিং, ফারইস্ট নিটিং এবং অলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনারের তালিকার প্রথম স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটি শেয়ার দর বেড়েছে ২৪.০১ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দর বৃদ্ধি বা গেইনারের তালিকায় কোম্পানিটি চতুর্থ স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯.২৫ শতাংশ।

ডিএসইর গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.৫০ শতাংশ।

সিএসইর গেইনার তালিকায় কোম্পানিটি দ্বিতীয় স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.৯৪ শতাংশ।

ডিএসইর গেইনার তালিকার পঞ্চম স্থানে রয়েছে সোনারগাও টেক্সটাইল। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.৩২ শতাংশ।

সিএসইর গেইনার তালিকায় কোম্পানিটি প্রথম স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.৫৩ শতাংশ।

ডিএসইর গেইনার তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ওইম্যাক্স ইলেক্ট্রড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.১২ শতাংশ।

সিএসইর গেইনার তালিকায় কোম্পানিটি তৃতীয় স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.৩৪ শতাংশ।

ডিএসইর গেইনার তালিকার অস্টম স্থানে রয়েছে ম্যাকসন্স স্পিনিং। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.৩৫ শতাংশ।

সিএসইর গেইনার তালিকায় কোম্পানিটি দশম স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.২৩ শতাংশ।

ডিএসইর গেইনার তালিকার নবম স্থানে রয়েছে ফারইস্ট নিটিং। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.০০ শতাংশ।

সিএসইর গেইনার তালিকায় কোম্পানিটি অস্টম স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.৪০ শতাংশ।

ডিএসইর গেইনার তালিকার দশম স্থানে রয়েছে অলটেক ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯.৬৬ শতাংশ।

সিএসইর গেইনার তালিকায় কোম্পানিটি ষষ্ঠ স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.৮০ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ