1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ এএম

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিদায়ী সপ্তাহে (২১-২৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে।

কোম্পানিগুলো হলো- প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ফাইন ফুডস, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইস্ক্রিম, ইউনিলিভার কনজুমার, বিচ হ্যাচারি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এসব কোম্পানির ১২০ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ব্যাংকটির ৫০ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ দর ছিল ২১ টাকা ৬০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ১৫ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬১১ টাকা ৭০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১০ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৭৭ টাকা ৭০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯ কোটি ৩০ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা, ইউনিলিভার কনজুমারের ৭ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৬ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩ কোটি ৭০ লাখ টাকা এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ