পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালসের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
আজ বৃহস্পতিবার কোম্পানির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
ওষুধ-রসায়ন খাতের কোম্পানিটির এজিএমে কোম্পানির ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ছাড়াও অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়।
প্রাপ্ত তথ্যমতে, ওয়াটা কেমিক্যাল আলোচ্য বছরে ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ।আগের বছরেও একই সময় কোম্পানিটি ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৩০ শতাংশ বোনাস।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১১ টাকা ৬৩ পয়সা; যা আগের বছর ছিল ৫ টাকা ৫১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৬৬ টাকা ৮৫ পয়সা। ২০১৮ সালে কোম্পানিটির এনএভি ছিল ৭৬ টাকা ৫৫ পয়সা।
শেয়ারবারতা/ সাইফুল