শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই মার্কেটের কোম্পানি কৃষিবিদ সিডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বেড়েছে বলে মনে করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই জানিয়েছে, কৃষিবিদ সিডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ৪ এপ্রিল চিঠি পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারদর এভাবে বাড়ছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ মার্চ কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২০ টাকা ১০ পয়সায়। আর ৩ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা ১০ পয়সায়। অর্থাৎ এই কয়েক দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৫ টাকা বা ২৪.৮৮ শতাংশ বেড়েছে।
এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।