1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেষ কর্মদিবসে ইতিবাচক প্রবনতায় শেষ হয়েছে লেনদেন
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

শেষ কর্মদিবসে ইতিবাচক প্রবনতায় শেষ হয়েছে লেনদেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
dse-cse-trade

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩০৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৬৫ কোটি ৬০ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৩৯ কোটি ৪৫ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৬৪ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবারতা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ