1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বড় পতনে শেষ হলো লেনদেন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ এএম

বড় পতনে শেষ হলো লেনদেন

  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

ঈদুল ফিতরের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) আবারও লেনদেনে ফিরেছে দেশের পুঁজিবাজার। এখনো ঠিক মতো কাটেনি ঈদের আমেজ। তবে পুঁজিবাজারের বড় পতনে মিলিয়ে গিয়েছে বিনিয়োগকারীদের ঈদ আনন্দ। আজ সূচকের ব্যাপক পতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এ লেনদেন শেষ হয়েছে। একইসাথে কমেছে লেনদেন এবং কমেছে ৩৩৬ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৫ দশমিক ৩১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে।

এছাড়া, এদিন ‘ডিএসইএস’ সূচক ১৬ দশমিক ২৭ পয়েন্ট এবং ‘ডিএসই৩০’ সূচক ১৭ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা।

আজ দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩২ কোম্পানির। দর কমেছে ৩৩৬ কোম্পানির। বাকি ২৭ টি প্রতিষ্ঠানের শেয়ারদর আজ অপরিবর্তিত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ