1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আজ যে সব কোম্পানির এজিএম
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পিএম

আজ যে সব কোম্পানির এজিএম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
AGM

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: ওয়াটা কেমিক্যাল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত, ফার্মা এইডস, ইউনিক হোটেল, মেট্রো স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, সী পার্ল বিচ হ্যাচারি অ্যান্ড স্পা, গোল্ডেন সন, আমরা টেকনোলজিস, আমরা নেটওয়ার্কস, হা-ওয়েল টেক্সটাইল, হাক্কানি পাল্প, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিউবস, অলিম্পিক, সাফকো স্পিনিং, সিলকো ফার্মাসিউটিক্যালস এবং বাংলাদেশ সার্ভিসেস।

কোম্পানিগুলোর মধ্যে ওয়াটা কেমিক্যালের সকাল পৌনে ১০টায়, হোটেল-৭১, শহীদ সৈয়দ নজরুল ইসলামী স্বরণী, ঢাকাতে; শেফার্ড ইন্ডাস্ট্রিজের সকাল সাড়ে ১০টায়, ডিওএইচএস বারিধারা কনভেনশন সেন্টার, বারিধারা ডিওএইচএস পরিষদ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে; জিপিএইচ ইস্পাতের বেলা ১১টায়, সিটি হল কনভেনশন সেন্টার, আগ্রাবাদ, চট্টগ্রামে; ফার্মা এইডসের বেলা ১১টায়, কেন্দ্রীয় কচিকাচার মেলা অডিটরিয়াম, সেগুনবাগিচা, ঢাকাতে; ইউনিক হোটেলের সকাল সাড়ে ১০টায়, গুলশান ক্লাব, হল লামডা, বীর উত্তম সুলতান মাহমুদ রোড, গুলশান-২, ঢাকাতে; মেট্রো স্পিনিংয়ের সকাল ১০টায়, ম্যাকসন্স গ্রুপ কনফারেন্স হল, শহীদ মিন্নাত আলী রোড, গৌরিপুর, আশুলিয়া, সাভার, ঢাকাতে; অলিম্পিক এক্সেসরিজের সকাল ১০টায়, দ্যা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়াস, বাংলাদেশ (আইইবি), রমনা, ঢাকাতে; মেঘনা কনডেন্সড মিল্কের সকাল সাড়ে ১০টায়, মেঘনা কমিউনিটি সেন্টার, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-২, বড়াল, বাঘমারা, কুমিল্লায়; মেঘনা পেটের দুপুর ১২টায়, মেঘনা কমিউনিটি সেন্টার, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-২, বড়াল, বাঘমারা, কুমিল্লায়; সী পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা’র বেলা ১১টায়, অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়াম, টাউন হল রাউন্টড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহে; গোল্ডেন সনের বিকাল ৪টায়, খোয়াজনগর প্রাঙ্গণ, আজিমপুর, কর্ণফুলি, চট্টগ্রামে; আমরা টেকনোলজিসের বেলা সাড়ে ১১টায়, ডেল্টা লাইফ কনফারেন্স হল, ডেল্টা লাইফ টাওয়ার, গুলশান-২, ঢাকাতে; আমরা নেটওয়ার্কসের সকাল ১০টায়, ডেল্টা লাইফ কনফারেন্স হল, ডেল্টা লাইফ টাওয়ার, গুলশান-২, ঢাকাতে; হা-ওয়েল টেক্সটাইলের সকাল সাড়ে ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকাতে; হাক্কানি পাল্পের বেলা ১১টায়, গ্রীণ সিটি কনভেনশন হল, নয়া বাজার মোড়, বিশ্বরোড, হালিশহর, চট্টগ্রামে; জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের সকাল ৯টায়, ওল্ট রিহ্যাবিলিটেশন সেন্ট্রার, বিশাই, কুড়িবাড়ি, মনিপুর, গাজীপুরে; সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সকাল সাড়ে ১০টায়, রাওয়া কনভেনশন হল, ভিআইপি রোড, মহাখালী, ঢাকাতে; ন্যাশনাল টিউবসের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, ১৩১-১৪২ টঙ্গি আই/এ, গাজীপুরে; অলিম্পিকের সকাল ১০টায়, কুতুবপুরে ব্যাটারি ফ্যাক্টরি প্রাঙ্গণ, সোনারগাঁও, নারায়ণগঞ্জে; সাফকো স্পিনিংয়ের বেলা সাড়ে ১১টায়, সাফকো স্পিনিং মিলস কনফারেন্স হল, নয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগঞ্জে; সিলকো ফার্মাসিউটিক্যালসের সকাল ১০টায়, খান’স প্যালেস কনভেনশন হল, সুবিদ বাজার, সিলেটে এবং বাংলাদেশম সার্ভিসেসের এজিএম একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায়, ইন্টারকন্টিনেন্টাল, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ এবং লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হতে পারে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর মধ্যে ওয়াটা কেমিক্যাল ৩০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ বোনাস, জিপিএইচ ইস্পাত ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ফার্মা এইডস ৫০ শতাংশ নগদ, ইউনিক হোটেল ২০ শতাংশ নগদ, মেট্রো স্পিনিং ২ শতাংশ নগদ, অলিম্পিক এক্সেসরিজ ২ শতাংশ নগদ, সী পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা ৫ শতাংশ নগদ, আমরা টেকনোলজিস ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, আমরা নেটওয়ার্কস ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস, হা-ওয়েল টেক্সটাইল ১৭ শতাংশ নগদ, হাক্কানি পাল্প ২ শতাংশ নগদ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৯ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ন্যাশনাল টিউবস ১০ শতাংশ বোনাস, অলিম্পিক ৫০ শতাংশ নগদ এবং সিলকো ফার্মাসিউটিক্যালস ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, গোল্ডেন সন, জাহিনটেক্স, সাফকো স্পিনিং এবং বাংলাদেশ সার্ভিসেসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ