1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এনভয় টেক্সটাইলের নগদ লভ্যাংশ অনুমোদন
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪০ এএম

এনভয় টেক্সটাইলের নগদ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
envoy-tetiles

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো। বৃহস্পতিবার (২৮ মার্চ) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) এ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এজিএমে লভ্যাংশ ছাড়াও আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আলোচ্যসূচি অনুমোদন করা হয়।

এদিন সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। আর সভা পরিচালনা করেন কোম্পানির সচিব এম সাইফুল ইসলাম চৌধুরী।

এছাড়া সভায় শেয়ারধারীদের মতামতের ভিত্তিতে কোম্পানিটির এমডি হিসেবে পাঁচ বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। একই সভায় পরিচালক পদ থেকে বাদ পড়েন শেহরীন সালাম। তাঁর বাদ পড়ার ফলে শূন্য হওয়া পরিচালক পদে নতুন করে পরিচালক নির্বাচিত হন ইপিক গার্মেন্টসের পক্ষ থেকে মনোনীত প্রতিনিধি সুনীল দৌলতরাম দারিয়ানানি।

কোম্পানিটি আরও জানায়, আজ এজিএমে শেয়ারধারীদের শতভাগ ভোট পেয়ে কোম্পানির পরিচালক পুনর্নির্বাচিত হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সুমাইয়া আহমেদ। বিশিষ্ট শিল্পোদ্যাক্তা কুতুবউদ্দিন আহমেদ এনভয় টেক্সটাইলের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ